জাতীয়

মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস : রংপুরে ডাক্তারসহ আটক ৭

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রংপুরে ডাক্তার, শিক্ষকসহ সাতজনকে আটক করেছে র‌্যাব-১৩।সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে কোচিং সেন্টারের ৩ জন শিক্ষক, ৩ জন ডাক্তার এবং একজন কোচিং সেন্টারের পরিচালক।এরা হলেন, ডা শরীফুল হাসান অন্তু, ডা. মোস্তাফিজুর রহমান পাভেল, ডা. জিল্লুর রহমান রনি। এরা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার।এছাড়াও আটকরা হলেন, এ ওয়ান কোচিং সেন্টারের শিক্ষক জামিল উদ্দীন, আতিকুর রহমান আদিল, সাজরাতুল ইয়াক্কিন রানা ও প্রাইমেট মেডিকেল কোচিং সেন্টারের পরিচালক মন্জুর রহমান।মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুরে অবস্থিত র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আশরাফ আলী পিপিএম জানান, সোমবার দুপুরে সিটি বাজার এলাকায় অবস্থানকালে র‌্যাবের সদস্যরা কয়েকজন অভিভাবকের সন্ধান পান যারা প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তাদের সন্তানদের মেডিকেলে ভর্তির চেষ্টা চালিয়েছেন। র‌্যাব ওই অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারে যে, নগরীর চেকপোস্ট এলাকার এ ওয়ান কোচিং সেন্টারের ওই তিন শিক্ষক এবং বাংলাদেশ ব্যাংক সংলগ্ন প্রাইমেট কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকসহ রংপুর মেডিকেলের তিন চিকিৎসক এ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।পরে র‌্যাব অনুসন্ধান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের ওই সাতসদস্যকে আটক করে।তিনি আরও জানান, আটকরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন।

Advertisement

# ফেসবুকে অফারের ছড়াছড়ি : মেডিকেল প্রশ্নপত্র ফাঁস!# আসলেই কি ফাঁস হয়েছে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র!# মেডিকেলের প্রশ্ন ফাঁস : ফেসবুকের তথ্য ঘাঁটছে গোয়েন্দারা# মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : ডাক্তারসহ আটক ৪# প্রশ্নপত্র ফাঁস নিয়ে চিন্তিত মন্ত্রণালয়-অধিদফতর# মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধনজিতু কবীর/এমএএস/আরআইপি