পৃথিবীর সকল মানুষই কিন্তু এক না, আর হওয়ার কথাও না। ভিন্ন সব মানুষের ভিন্ন ভিন্ন মতাদর্শ। কেউ সদালাপী, কেউ খিটখিটে মেজাজের, কেউ আনন্দ পিয়াসী, কেউ আবার খুব হতাশ।বাহারি মনের এসব মানুষদের একত্রে পেতে হলে আপনাকে ঢাকার লোকাল বাসে চড়তে হবে। সেখানেই কেবল দেখা মিলবে বৈচিত্রময় চরিত্রের এইসব মানুষদের।এমনই কিছু ভিন্ন ভিন্ন স্বভাবের বাসযাত্রীর গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য’। মিনহাজ আল দীনের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মাহমুদ মাহিন এবং মিনহাজ আল দীন।নাটকটিতে অভিনয় করেছেন স্পর্শিয়া, ডা. এজাজ, স্বাধীন খসরু, শামীমা নাজনিন, সোহেল খান, কাজী উজ্জ্বল ও জ্যোতিকা জ্যোতিসহ এক ঝাক নতুন মুখ।নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিনহাজ আল দীন বলেন, ‘অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য’ একটি মজার গল্পে নির্মিত হয়েছে। আমি মনে করি এমন গল্পনির্ভর নাটক অনেকদিন আমাদের টিভি দর্শকরা দেখেননি। সেইসাথে নাটকের শেষে অসাধারণ একটি মেসেজ থাকবে। এই নাটকের পরিণতি আগে থেকে আন্দাজ করা যাবে না কারণ আমাদের গল্পের শেষ হবে টুইস্ট দিয়ে।’অপর পৃষ্ঠা দ্রষ্টব্য নাটকটি মাছরাঙ্গা টেলিভিশন এর পর্দায় প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ১০টা ৩০ মিনিটে।এলএ
Advertisement