ঈদুল আজহায় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে স্টার সিনেপ্লেক্স নিয়ে এসেছে সায়েন্স ফিকশন ছবি ‘মেইজ রানার : দ্য স্কর্চ ট্রায়ালস’। গেল ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে। যুক্তরাষ্ট্রের দর্শকদের মাঝে দারুণ সাড়া জাগানো এ ছবি বাংলাদেশের দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।বালক টমাস ও স্কডেলারিও নিজেদের জনপদ থেকে অনেক দূর চলে এসেছে। সবাইকে হারিয়ে তারা এখন অজানা এক বনে। তাদের চোখে-মুখে নেই অতীতের স্মৃতি। শূন্য থেকে শুরু হওয়া জীবনে আবারও নতুন করে চেনা। আত্মবিস্মৃতির গভীর থেকে তবুও প্রশ্ন- আমি কে? বারবার নিজেকে হারিয়েও খুঁজে ফেরে আপনারে। মেইজ রানার টমাস বিভিন্ন ক্লু আবিষ্কার করে। সে পুনরুদ্ধার করতে চায় হারানো স্মৃতি। কিছু তরুণের ভুলে যাওয়া স্মৃতি নিয়ে পরিচালক ওয়েজ বল নির্মাণ করেছিলেন ‘দ্য মেইজ রানার’। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের ভালো সাড়া পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে ছবিটির সিক্যুয়াল ‘মেইজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস’। এ ছবির পরিচালকও ওয়েজ বল। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আগের ছবির অনেকে আছেন এ ছবিতে। ডিলান ও’ব্রেইন, কি হং লি, প্যাট্রিসিয়া ক্লার্কসনদের সঙ্গে এই পর্বে যুক্ত হয়েছেন রোজা স্যালাজার, জ্যাকব লফল্যান্ড, এইডান গিলেন, বেরি পিপার, লিলি টেলর প্রমুখ। ছবির গল্পও এগিয়েছে আগের ছবির ধারাবাহিকতায়। এতে দেখা যাবে, টমাস ও তার সহকর্মীরা এখনো পর্যন্ত বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন। রহস্যময় এবং শক্তিশালী সংস্থা ডব্লিউ.সি.কে.ডি সম্পর্কে ক্লু অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তারা। এর জন্য অনেক ভয়াবহ প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় তাদের। দর্শকপ্রিয়তার দিক থেকে ছবিটি আগের ছবিকে ছাড়িয়ে যেতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এলএ/আরআইপি
Advertisement