জাতীয়

চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেল করা যায় কি না তা যাচাইয়ের (সম্ভাব্যতা যাচাই) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে সচিবালয়ে ফিরে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের মেট্রোরেল বা এমআরটি লাইনের ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) শুরুর জন্য। তার নির্দেশনা অনুযায়ী আমি মন্ত্রণালয়ের সচিব ও মেট্রোরেলের সঙ্গে যারা জড়িত তাদের বলেছি, অবিলম্বে ফিজিবিলিটি স্টাডি শুরু করতে হবে বন্দর নগরী চট্টগ্রামের জন্য।’

Advertisement

একনেক সভায় সড়কের কয়েকটি প্রকল্প পাস হয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আজ ঢাকা সিটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। এটা বড় দুর্ভাবনারও বিষয়। এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। এখন এমআরটি লাই-১ ও ৫ এর ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। এই দুটি প্রকল্প ৯১ হাজার কোটি টাকার। যার বেশিরভাগ হচ্ছে জাপানি ফান্ড, জাইকার ফান্ডের প্রজেক্ট।’

তিনি আরও বলেন, ‘এমআরটি লাইন-৫ এ সাড়ে ১৬ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড হবে। এমআরটি লাইন-১ এর সাড়ে ১৩ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিজ থাকবে। শিগগিরই আমরা ফিজিক্যাল ওয়ার্ক শুরু করতে যাচ্ছি। ফিজিবিলিটি শেষ হয়েছে। টাকা বরাদ্দ ও অ্যাপ্রুভড হয়ে গেছে। কাজেই ফিজিক্যাল কাজ শুরু করতে আর বেশি দেরি হবে না। আমরা এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি।’

আরএমএম/জেএইচ/পিআর

Advertisement