ঈদ উপলক্ষে বাজারে এসেছে ফয়সাল রাব্বিকীনের কথায় নতুন অ্যালবাম ‘প্রেমকাব্য’। এতে গান গেয়েছেন জনপ্রিয় তিন সংগীতশিল্পী শফিক তুহিন, ইমরান এবং বেলাল খান। ঈগল মিউজিকের ব্যানারে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেঁস্তোরায় এ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন দেশের কিংবদন্তী গীতিকবি মোহাম্মাদ রফিকুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিক তুহিন, ইমরান, বেলাল খান, সহশিল্পী পূজা ও ঝিলিক, ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদসহ অ্যালবামের সুরকার ও সংগীত পরিচালকরা। অনুষ্ঠনটি উপস্থাপনা করেন আরজে ও অভিনেতা নীরব খান। ‘প্রেমকাব্য’ অ্যালবামে রয়েছে মোট ৮ টি গান। এর মধ্যে শফিক তুহিন ও ইমরানের কন্ঠে তিনটি এবং বেলাল খানের কন্ঠে রয়েছে দুটি করে গান। অ্যালবামের তিনটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন পূজা, ঝিলিক এবং নদী। গানগুলোর সুর এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস, জেকে, ফাজবীর তাজ, অয়ন, মার্শাল, এবং রেজওয়ান। অ্যালবাম প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘তিন জন শিল্পী নিয়ে অ্যালবাম করার ট্রেন্ড অনেক দিন থেকেই নেই। এ অ্যালবামের মাধ্যমে ট্রেন্ডটা আবার শুরু হলো। অ্যালবামটির উদ্যোগটা ভালো লেগেছে। আশা করছি গানগুলো ভালো লাগবে সবার।’ইমরান বলেন, ‘ভালো কিছু গান হয়েছে অ্যালবামটিতে। আমি খুব আশাবাদি অ্যালবামটি নিয়ে। এখানে তিনটি গান আছে আমার। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’আর বেলাল খানও অ্যালবামটির সফলতা প্রত্যাশা জানিয়েছেন। অন্যদিকে অ্যালবামের আয়োজক ফয়সাল রাব্বিকীন বলেন, ‘এবারই প্রথমবারের মত এ তিন শিল্পীকে নিয়ে অ্যালবাম করলাম। গানের কথা-সুর ও সংগীতায়োজনেও অনেক ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। আশা করছি ভালো লাগবে সবার।’ঈদ উপলক্ষে ঈগল মিউজিকের ব্যানারে সারা দেশে পাওয়া যাচ্ছে অ্যালবাম ‘প্রেমকাব্য’। এলএ/পিআর
Advertisement