ঈদ উৎসবে নতুন ছবি মুক্তি পাওয়ার সংস্কৃতি আমাদের এখানে বহু পুরোনো। কেননা, ঈদের বিনোদনে বিরাট স্থান দখল করে আছে বাংলা চলিচ্চত্র। বরাবরের ন্যায় এবারেও মুক্তি পেতে যাচ্ছে চারটি ছবি।তবে মুক্তির মিছিলে ছয়টি ছবি। শেষ পর্যন্ত সব কাজ গুছিয়ে আনতে পারেননি দুটি ছবির পরিচালক। তাই আসছে কোরবানি ঈদে হলে আসছে চারটি চলচ্চিত্রই। সেগুলো হলো বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’, আবদুল আজিজ ও অশোক পতির ‘আশিকী’, শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রার্থনা’ ও আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’। ছবিগুলোর মধ্যে আলোচনায় এগিয়ে আবদুল আজিজ ও অশোক পতির ‘আশিকী’। ছবিটি এরইমধ্যে কলকাতায় মুক্তি পেয়েছে। সেখানে বাম্পার হিট হয়েছে আশিকি। সেই থেকে ধারণা করা হচ্ছে প্রেমের গল্প নিয়ে নির্মিত নুসরাত ফারিয়ার অভিষেক হওয়ার এই ছবিটি ঢাকাতেও ব্যবসা সফল হবে। ছবিতে ফারিয়ার বিপরীতে রয়েছেন কলকাতার নায়ক অংকুশ। একইভাবে আলোচনায় রয়েছে রাজাবাবু ছবিটি। এ ছবি দিয়ে আসছে ঈদে ৬৬ বারের মতো জুটি বেঁধে পর্দায় আসছে শাকিব-অপু। সেইসাথে ছবিটিতে এই দুই তারকার সাথে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন ঢাকাই ছবির অ্যাকশন গার্ল খ্যাত চিত্রনায়িকা ববি। মুক্তি পাচ্ছে টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনার প্রথম ছবি ‘প্রার্থনা’। ঈদের দিন চ্যানেল আইতে ছবিটি প্রদর্শনীর পাশাপাশি একধিক প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। অভিনয়ে তৌকীর আহমেদ, মৌসুমী নাগ, কল্যাণ ও জয়। ঈদে মুক্তি পাবে আরো একটি আলোচিত ছবি ‘গাড়িওয়ালা’। চ্যানেল আইয়ে ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। অভিনয়ে রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।এদিকে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত নানা জটিলতায় পিছিয়ে গেল নীরব-তানহার ‘ভোলা তো যায় না তারে’, সাইমন-পরীর ‘রানা প্লাজা’। এলএ/পিআর
Advertisement