আন্তর্জাতিক

ইসরায়েল রাশিয়ার সামরিক সমন্বয়

সিরিয়ায় সামরিক কার্যক্রমে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সমন্বয়ের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে ইসরায়েল ও রাশিয়া। মস্কো সফরকালে সোমবার ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য জানান। খবর আল জাজিরার।সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সেনাবাহিনী, যুদ্ধবিমান ও অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমসহ বিভিন্ন যুদ্ধসামগ্রী দিয়ে সহায়তা করছে রাশিয়া। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইল। এছাড়া প্রায়ই ইসরাইলের বিভিন্ন যুদ্ধবিমান অধিকাংশ সময়ই প্রতিবেশী দেশ সিরিয়ায় আসাদ সরকারের মিত্র সন্দেহভাজন লেবাননী হিজবুল্লাহর ওপর বোমা হামলা চালিয়ে থাকে।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর সোমবার নেতানিয়াহু বলেন, সিরিয়ায় ইসারায়েলি বাহিনী এবং রুশ সেনাদের মধ্যে যাতে কোনো বুল বোঝাবুঝি না হয় সেজন্যই তিনি রাশিয়ায় এসেছেন।তিনি বলেন, এরকম ভুল বোঝাবুঝি যাতে না তৈরি হয় সেজন্য উভয় পক্ষই এতে সম্মত হয়েছে। তবে এবিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। এদিকে ক্রেমলিনও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।এসআইএস/পিআর

Advertisement