ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে অবস্থিত হিল্লাহ শহরের বাইরে থেকে দেশটির নিরাপত্তা বাহিনী গুলিবিদ্ধ ৫৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। হিল্লাহ শহরের বাইরে চাষাবাদের এলাকা থেকে বুধবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদমান ইব্রাহিম। দেশটির রাজধানী বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত হিল্লাহ শহরটি প্রধানত শিয়া অধ্যুষিত।হাত ও চোখ বাঁধা ওই ব্যক্তিদের মাথা বা বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা তাদের কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাতে পারেনি পুলিশ।শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে সাধারণত সুন্নি সম্প্রদায়ভিত্তিক সংঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) সদস্যদের তেমন কোনো কর্মকাণ্ড দেখা যায় না। যদিও ইরাকের উত্তর ও পশ্চিম অঞ্চলের অধিকাংশ এলাকাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আইএসআইএল সদস্যরা। সূত্র : বিবিসি।
Advertisement