জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া আইনজীবীরা আজও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে (বার) বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার ঘণ্টাব্যাপী সুপ্রিম কোর্ট বার ভবনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
Advertisement
মনির হোসেন ও জুলফিকার আলী জুনুর নেতৃত্বে ২৫-৩০ আইনজীবী এতে অংশ নেন।
দুপুরে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতির কক্ষের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বার ভবনের বিভিন্ন অলিগলিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আইনজীবী মনির হোসেন বলেন, অনেক সিনিয়র, যোগ্য ও ত্যাগী আইনজীবী আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়েছেস। যারা বাদ পড়েছেন তাদের ফোরামের অন্তর্ভুক্তের দাবিতে আমাদের বিক্ষোভ চলবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী মোসলেম উদ্দিন, ড. ওয়াসেল উদ্দিন বাবু, আফজাল, আবু হানিফা, আরিফুল ইসলাম, মুকুল প্রমুখ। গত ৩ অক্টোবর সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক ও আইনজীবী ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওইদিন বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আহ্বায়ক কমিটি ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এফএইচ/জেএইচ/এমএস
Advertisement