খেলাধুলা

টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

আবারও কি ব্যর্থতা, নাকি এবার সাফল্যের সোনার হরিণকে খাঁচায়বন্দী করা? সংশয়ের দোলাচল থাকছেই। এমন সংশয় কিংবা সম্ভাবনা নিয়ে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচটি। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ৭৪ তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। জুবায়ের হোসেন মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। আর তাতেই নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যায়সে সিরিজে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার। অন্যদেক জিম্বাবুয়ে দলে অভিষেক হচ্ছে টাফাডজওয়া কামুঞ্জোজির।বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়্যুব, আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম।উল্লেখ্য, হোম সিরিজটি নিয়ে বাংলাদেশী ক্রিকেটপ্রেমী মানুষের প্রত্যাশা আর কৌতূহলের পারদ উর্ধমুখী। ব্যর্থতার সব কালিমা দূর করে সাফল্য দিয়ে বছর শেষ হবে, সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি জাতীয় ক্রিকেট দলও রয়েছে তেমন প্রত্যাশায়।

Advertisement