বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।এদিকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখ বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সিরিজের আগে টানা অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। প্রথমে মিরপুরে ৪ দিন অনুশীলন করবে ক্লার্ক বাহিনী। এরপর ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে স্মিথ-ওয়ার্নাররা।দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৯ অক্টোবর। সিরিজের প্রথম টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭ অক্টোবর। সিরিজ শেষে ২২ অক্টোবর ফেরার বিমান ধরবে সফরকারীরা।আরটি/এমআর/পিআর
Advertisement