বিনোদন

এবার ভেঙে ফেলা হচ্ছে রাজমনি সিনেমা হল

ঢাকাই সিনেমার সঙ্গে কিছু হলের সম্পর্কটা একটা জুটির মতো। রাজধানীর ‘রাজমনি’ সিনেমা হল সেই তালিকায় অন্যতম। ১৯৮৩ সালে হলটি নির্মাণ করা হয়। দেশীয় চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের সাক্ষী এই সিনেমা হল।

Advertisement

দুঃখের খবর হলো, বন্ধ হওয়ার যে হিড়িক পড়েছে এবার সেখানে যুক্ত হচ্ছে রাজমনি সিনেমা হলটি। সিনেমা ব্যবসায় ধস নামায় বন্ধ হচ্ছে হলটি। রোববার (১৩ অক্টোবর) সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলা হবে হলটি। এমন তথ্যই নিশ্চিত করেছেন হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাইপো মোহাম্মাদ শহীদুল্লাহ।

মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘দেশের সিনেমার অবস্থা খুব খারাপ। লাভের মুখ দেখা যাচ্ছে না। একের পর এক লোকসান দিয়ে এভাবে হলটি আর চালানো সম্ভব হলো না। তাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হলো।’

তিনি জানান, দ্রুত সিনেমা হলের জায়গায় বহুতল করপোরেট ভবন নির্মিত হবে। হলটি ভেঙে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।

Advertisement

তবে সেখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না। এরই মধ্যে চাউর হয়েছে রাজমনি হল ভেঙে সেখানে একটি সিনেপ্লেক্স করা হবে। বিষয়টি গুজব দাবি করে মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘এখানে কোনো সিনেপ্লেক্স হচ্ছে না। কর্পোরেট ভবন নির্মাণ হবে মাত্র। কেউ যদি সিনেপ্লেক্স খুলতে চায় ভাড়া নিয়ে সেটা অন্য ব্যাপার। আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই।’

এলএ/এমএস