মতামত

নিরাপত্তা জোরদার করুন

ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে কোরবানির পশুর হাট। রাজধানীতে বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। পশুর হাটের ক্ষেত্রে নিরাপত্তারটি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই সময় নগট টাকার লেনদেন অনেক বেড়ে যায়। এছাড়া মলমপার্টি, অজ্ঞানপার্টি, জালিয়াতচক্রের অপরাধীরা এই সময়  আরো সক্রিয় হয়ে ওঠে। কোরবানির পশুর হাটের ইজারা এবং হাসিল আদায় নিয়েও আধিপত্য বিস্তারের ঘটনা ঘটে। এ ধরনেরই এক দুঃখজনক ঘটনায় সন্দ্বীপে গরুর হাটে সন্ত্রাসীদের গুলিতে ২ জন নিহত হয়েছে। সোমবার বিকালে পৌর সদরের বাতেন মার্কেট এলাকায় গরুর হাটে এই গোলাগুলির ঘটনা ঘটে।  এ ঘটনায় নিহতরা হলেন- সন্দ্বীপ পৌর এলাকার মো. জাহাঙ্গীর (৪৮) ও মো. কবির (৩৫)। বিকাল সাড়ে ৪টার দিকে এক দল দুর্বৃত্ত কোরবানির গরুর হাটে হাসিলের টাকা ছিনতাই করার চেষ্টা করে। এতে বাধা পেয়ে তারা গুলি ছুড়লে কয়েকজন হতাহত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে গণমাধ্যমে খবর এসেছে।কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা রকম পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। এরপরও সন্দ্বীপে কী করে এই  হতাহতের ঘটনা ঘটলো সেটি চিন্তার বিষয়। এই ঘটনা কোরবানির পশুর হাটের অনিরাপত্তার দিকটিকেও উন্মোচন করছে। এর আগে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। পরে অবশ্য ট্রাক উদ্ধার করা হয়েছে। কিন্তু খোদ রাজধানীতেই গরু বোঝাই ট্রাক ছিনতাই হবে- এটা ভাবাও যায় না। কিন্তু বাস্তবে ঘটেছে সেটিই। রাজশাহীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে ২৫ জন গরু ব্যবসায়ী সর্বস্ব খোয়াতে বসেছিলেন। এদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অজ্ঞান পার্টির অপতৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।  ঈদকে সামনে রেখে এই সময়টাতেই কোরবারি পশুর হাটের বিক্রি আরও বেড়ে যাবে। তাই এ সময় নগদ অর্থের লেনদেনও বেশি হবে। এ জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। পশুর হাটে জাল টাকার বিস্তার রোধেও নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। জালনোট সনাক্তকারী মেশিন থাকাটাও জরুরি। কোরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জননিরাপতার স্বার্থে এটিই হচ্ছে এই মুহূর্তের করণীয়।এইচআর/পিআর

Advertisement