দেশজুড়ে

মণিরামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডাকাত গুলিবিদ্ধ

যশোরের মণিরামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আকবর আলী (৩৮) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে মণিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় সর্দার নার্সারির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আকবর আলী মণিরামপুর উপজেলার পরদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মণিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় গেলে ডাকাতরা তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় আকবর আলীকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি পাইপগান ও শর্টগানের ৩টি গুলির খোসা। গুলিবিদ্ধ আকবর আলীকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন রহমান/এসএস/পিআর

Advertisement