ধর্ম

হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

এবার পবিত্র হজ পালিত হবে বুধবার। তবে এর আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ থেকে। লাখ লাখ কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে মক্কার আকাশ-বাতাস। মহান আল্লাহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হবে সারাক্ষণ, সারাবেলা। আজ সন্ধ্যার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। মক্কা থেকে মিনা যাত্রার মধ্য দিয়েই হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। হাজিরা মিনায় আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি ও জিকিরে মশগুল থাকবেন এবং জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।বুধবার ভোরে মিনা থেকে আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন তারা। আরাফাতের ময়দানে হজের খুতবা শুনবেন। হজের মূল কার্যক্রম এই আরাফাতের ময়দানেই হবে। এখানে হাজিরা এক আজানে জোহর ও আছরের নামাজ আদায় করবেন। এই দুই ওয়াক্ত নামাজ একসঙ্গে আদায় করাকে জুহরাইন বলা হয়। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশে আরাফাত ময়দান ত্যাগ করবেন তারা। মুজদালিফায় হাজিরা খোলা আকাশের নিচে রাত কাটাবেন এবং মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করবেন।বৃহস্পতিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে পুনরায় মিনায় ফিরে আসবেন। শুক্রবার জামারায়ে (শয়তানকে) পাথর নিক্ষেপের পর পশু কোরবানি করে পুরুষ হাজিরা মাথা মু-ন করবেন এবং ইহরাম খুলে ফেলবেন। অতঃপর বিদায়ী তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।স্থানীয় গণমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখ ৭২ হাজার ১৪৮ জন ধর্মপ্রাণ মানুষ হজের জন্য মক্কায় পৌঁছেছেন। এদের মধ্যে ৩০৮ জন মারা গেছেন। আজ হজের প্রথম দিনে মিনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ লাখ মানুষ জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। এআরএস/পিআর

Advertisement