দেশজুড়ে

আসামি ছিনতাইয়ের ২০ ঘণ্টা পর গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার থেকে রিমান্ডে থাকা এক আসামিকে ছিনিয়ে নেয়ার ২০ ঘণ্টা পর সোমবার রাত পৌনে ১০ টায় উপজেলার লাউতা ইউনিয়নের পাহাড়িয়া বহরগ্রামের একটি কবরস্তান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এর আগে বড়লেখা থানার একটি ছিনতাই মামলার রিমান্ডে থাকা আসামি ওসমানকে সঙ্গে নিয়ে বড়লেখা থানা পুলিশ বিয়ানীবাজার থানা পুলিশের সহায়তায় উপজেলার লাউতা ইউনিয়নের পাহাড়িয়া বহর এলাকায় রোববার রাত ২টার পর অভিযান চালায়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আবু বক্কর ও মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে আবু বক্কর (৩৫) ও মোড়লকে (৩৮)  আটক করে। তিন আসামিসহ পুলিশ ফেরার পথে হামলার শিকার হয়। হামলাকারীরা পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের টহল সদস্যরা ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ অভিযানে নেতৃত্ব দেয়া বড়লেখা থানার ওসি (তদন্ত) আকবর হোসেন, এসআই বিকাশ দাস ও এএসআই দেলোয়ার হোসেন এবং বিয়ানীবাজার থানার এসআই জহিরুল ইসলামসহ পুলিশের আরো তিন সদস্য আহত হয়েছেন। অভিযানে অংশ নেয়া বিয়ানীবাজার থানার এসআই আহত জহিরুল ইসলাম বলেন, আচমকা ডাকাতরা আমাদের উপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, গত জুনে এক নারীর ৩ লাখ ৫৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় রিমান্ডে থাকা ওসমান গনির স্বীকারোক্তিতে অপর সহযোগীদের গ্রেফতার, ছিনতাইকৃত টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় দুই আসামিকে পুলিশ আটক করার পর হামলার শিকার হয়। হামলাকারীরা রিমান্ডে থাকা আসামি ওসমানসহ আটকদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।ছামির মাহমুদ/এসএস/পিআর

Advertisement