পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন বলেছেন, সীমান্তে যারা মারা যাচ্ছে, তাদের অধিকাংশই চোরাকারবারি। সীমান্ত-হত্যা বন্ধে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে।
Advertisement
শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
সম্প্রতি সীমান্তে হত্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০০১, ২০০২ ও ২০০৩ সালে প্রতি বছর সীমান্তে শতাধিক লোক মারা যেত। কিন্তু গত বছর মাত্র ৩-৪ জন লোক মারা গেছে।
তিনি আরও বলেন, ভারতকে পানি ও গ্যাস দেয়া নিয়ে মানুষের মধ্যে তথ্য বিভ্রাট রয়েছে। ফেনী নদীর পানির চুক্তির মাধ্যমে ভারতকে দায়বদ্ধতার মধ্যে ফেলেছে বাংলাদেশ। এটা বাংলাদেশের মহানুভবতা। আর আমদানিকৃত গ্যাস রূপান্তর করে ভারতের কাছে বিক্রি করা হবে। এতে বাংলাদেশই লাভবান হবে।
Advertisement
এর আগে একই ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিলেট আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির আহমদ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু প্রমুখ।
ছামির মাহমুদ/এমবিআর/এমকেএইচ