রাজনীতি

৬ মাস পর আবারো চিকিৎসা নিতে যাবেন ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার চিকিৎসা এখনো চলছে। আবার ৬ মাস পরে যেতে বলা হয়েছে। এখন কিছুটা ভালো বোধ করছি। আমি আশা করি সুস্থ হয়ে আবার দেশের জন্য কাজ করতে পারবো।সােমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন।দেশের রাজনীতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রয়েছে। এখন দেশে একটা রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে। এ থেকে উত্তরণে একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে লক্ষ্যে পৌঁছানো। গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বিএনপি জনগনকে সঙ্গে নিয়ে সংগ্রাম করছে এবং করবে।’দল পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আশা করি পুনর্গঠন প্রক্রিয়া সফল হবে। আমাদের নেতৃবৃন্দ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন, তারা সাফল্যের সঙ্গে সফল করতে সক্ষম হবেন।’মঙ্গলবার বিকেলে তিনি ঈদ করতে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে যাবেন বলে জানান।এর আগে বিমানবন্দর টার্মিনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন প্রমুখ নেতারা ভারপ্রাপ্ত মহাসচিবকে অভ্যর্থনা জানান।মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে দুইটি ব্লক নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাবন্দি মির্জা ফখরুলকে গত ১৪ জুলাই সুপ্রিম কোর্ট জামিন দেন। মুক্তি লাভের পর ২৭ জুলাই চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং গত ১১ আগস্ট নিউইয়র্ক যান ভারপ্রাপ্ত মহাসচিব। ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান তিনি।ফখরুলের মস্তিষ্কের ক্যারোটিভ আর্টারিতে দুটি প্রায় শতভাগ ব্লক হয়েছে। তবে রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় ফখরুলের অস্ত্রোপচার না করার পক্ষে মত দেন চিকিৎসকরা। এই পরামর্শ নিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব নিউইয়র্ক থেকে গত শনিবার সিঙ্গাপুরে আসেন।জানুয়ারি থেকে শুরু হওয়া সরকার বিরোধী তিন মাসের আন্দোলনের প্রথমেই গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতার করে। তাকে নাশকতার কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।# দেশে ফিরলেন মির্জা ফখরুলএমএম/এআরএস/পিআর

Advertisement