নিজ দেশ নিয়ে যারা হতাশ, তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছোড়ে দিয়েছেন বাংলা নাটকের অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বলছেন, দেশে একদল মানুষ আছে, কোনো একটা ঘটনা ঘটলেই স্ট্যাটাস মারে, ‘এই দেশে আর থাকতে চাই না’, ‘এই দেশের ভবিষ্যৎ নাই’ ইত্যাদি, ইত্যাদি...।
Advertisement
সম্প্রতি নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি দেশের মানুষের প্রতি প্রশ্ন রাখেন, যেন সব দেশের দোষ, দেশ শিখিয়ে দিয়েছে তুমি বদ হও, চুরি বাটপারি করো, খুন খারাপি করো! আর দুনিয়ার কোনো দেশে খারাপ কোনো ঘটনা ঘটে না?
এজন্য জানতে তিনি গুগলে সার্চ করতে বলেছেন। তিনি লিখেছেন, একটু গুগল করে বিভিন্ন দেশের অপরাধের হার একটু দেখবেন তো!
দুই-চারটা ভালো কাজ করার চেষ্টার কথা উল্লেখ করে অভিনেত্রী আরও লিখেছেন, ‘যাই হোক, আইইএলটিএস-এ ৮ উঠিয়ে তারপর স্ট্যাটাস দিয়েন এই দেশে থাকতে চান না! তার আগে শুধু শুধু দেশকে দোষ না দিয়ে দুই-চারটা ভালো কাজ করার চেষ্টা করেন!’
Advertisement
সন্তানদের নৈতিক শিক্ষা দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি লিখেছেন, ‘২টা বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেন, ২টা গাছ লাগান, বাসার চারপাশ পরিষ্কার রাখেন, ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা দেন...। ৮-১০ বছর পর দেখবেন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব চায়, সেক্ষেত্রে অবশ্য আমরা গরিব হলেও ফকির না, আমরা অন্য দেশের মানুষকে নাগরিকত্ব দেই না!’
জেডএ/এমএস