জাতীয়

বিক্রি কম, বনরূপা থেকে অন্য হাটে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

প্রত্যাশিত বিক্রি না হওয়ায় টানা দুইদিন অবস্থান করার পর অন্য মাঠে কোরবানির পশু নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ব্যবসায়ীরা। বিশাল আকৃতির মাঠ হলেও বৈরী আবহাওয়ার কারণে হাটের অবস্থা খারাপ হওয়ার কারণে এরকম সিদ্ধান্ত নিচ্ছেন তারা।সোমবার রাজধানীর খিলক্ষেত বনরূপার মাঠে অবস্থিত গরু-ছাগলে হাট ঘুরে এরকম তথ্যই জানা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাঠের বেশিরভাগ অংশে পানি আর কাঁদা জমে থাকার কারণে ক্রেতারা এই মাঠে আসতে অনাগ্রহ দেখাচ্ছেন। তাই তারা রাজধানীর অন্য হাটে পশু নিয়ে যাওয়ার চিন্তা করছেন।সরেজমিনে দেখা গেছে, গত শনিবার থেকে এই হাটে গরু-ছাগল নিয়ে অবস্থান করার পর টানা তিনদিন অতিবাহিত হলেও ক্রেতাদের দেখা পাননি তারা। তাই লোকসানের ভয়ে অনেক গরু ব্যবসায়ী অন্য মাঠে গরু নিয়ে যাচ্ছেন।এদিকে পানি জমে থাকার কারণে সড়কের বেহাল দশায় ক্রেতারা এই মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এরকম সংবাদে অনেক ব্যবসায়ীদের ট্রাক থেকে তাদের গরু মাঠে না নামিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। অবস্থা বুঝে তারা এই মাঠে গরু নামাবেন কি-না এরকম সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা।দেখা গেছে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে। গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারবেন কি-না সেই উৎকণ্ঠায় সময় পার করছেন তারা।তবে বনরূপার মাঠ থেকে অন্য মাঠে গরু নিয়ে গেলেও সংশ্লিষ্ট কেউ বাধা দিচ্ছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে জন্য নানাভাবে চেষ্টা করা হলেও পরিস্থিতি প্রতিকূলে থাকায় ব্যবসায়ীরা এই মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।## কাঁদা পানিতে ভাসছে বনরূপার পশুর হাটএমএম/বিএ

Advertisement