বিনোদন

অ্যাভেঞ্জার্সের ট্রেলারে বাংলাদেশ (ভিডিও)

হলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় অন্যতম ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভেঞ্জার্স। ২২ কোটি ডলারে নির্মিত ছবিটি আয় করেছে ১০০ কোটি ডলারেরও বেশি। এর দ্বিতীয় কিস্তি অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন মুক্তি পাবে আগামী বছরের মে মাস। গত ২২ অক্টোবর উন্মুক্ত হয়েছে এর ট্রেলার। এতে বাংলাদেশকেও দেখা গেছে এক ঝলক! চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজভাঙা অঞ্চলে ছবিটির কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে বলে জানা যায়। ২ মিনিট ১৬ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটির ১ মিনিট ৩১ সেকেন্ডে দেখা যায়- ক্যামেরা একটি ক্রেনে ঝুলিয়ে ধারণ করা জাহাজভাঙা এলাকার দৃশ্য। এরই মধ্যে ২৪ কোটি বার এটি দেখা হয়েছে ইউটিউবে। ইন্টারনেট মুভি ডাটাবেজ অর্থাৎ আইএমডিবি ওয়েবসাইটে অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন ছবির পেজে গেলেই দেখা যায়, দৃশ্যধারণের স্থানের তালিকায় আছে বাংলাদেশের নাম। খুবই গোপনীয়তার মধ্য দিয়ে পরিচালক জস হোয়েডন ও নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওস কাজ করেছে বাংলাদশে। এবারের গল্পে আয়রন ম্যান, থর, ব্ল্যাক উইডো, হাউকি, হাল্ক ও ক্যাপ্টেন আমেরিকা লড়ে যায় আলট্রন ও এআই নামের দুই মানব সভ্যতা বিরোধীর সঙ্গে। আগের ছবির মতো এবারও অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, স্যামুয়েল এল. জ্যাকসন, মার্ক রাফেলো, জেরেমি রেনার, কোবি স্মুলডার্স। নতুন যোগ দিয়েছেন জেমস স্পেডার, এলিজাবেথ ওলসেন, পল বেটানি ও অ্যারন টেলর জনসন।

Advertisement