অর্থনীতি

মেলায় প্রত্যাশার চেয়ে সাড়া বেশি

আয়কর মেলায় করদাতাদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া ও সহযোগিতা পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।সোমবার বিকেলে রাজধানীর বেইলি রোডে মিডিয়ার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজধানীসহ সারাদেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় করদাতাদের কাছ থেকে অভাবনীয় সাড়া ও সহযোগিতা পাওয়া গেছে। যা আশা করেছিলাম তার চেয়ে বেশি সহযোগিতা পাওয়া গেছে। যা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট সাহায্য করবে।তিনি বলেন, আমাদের একটাই লক্ষ্য করদাতাদের সহযোগিতা করা। শুধু মেলায় নয়, মেলার বাইরেও যাতে যে কোনো কর অঞ্চলে কর্মকর্তাদের কাছ থেকে করদাতারা সেবা পেতে পারেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এনবিআরকে বর্তমানে বদলে দেয়া হচ্ছে। আগামীতে এর সুফল করদাতারা পাবেন।মতবিনিময় সভায় উপস্থিত বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক হোমায়রা শারমিন বলেন, আয়কর মেলার পরিবেশ সন্তোষজনক। কর আদায় বাড়াতে করদাতাদের করের বিনিময়ে প্রাপ্ত সেবা নিশ্চিত করতে হবে।দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন বলেন, মেলায় উৎসবের আমেজ থাকলেও এর বাইরে সার্কেল অফিসগুলোতে কর কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রয়েছে। ডেইলি অবজারভারের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ বদরুল আহসান বলেন, একটা সময় কর কম দেয়া অথবা না দেয়ার সংস্কৃতি ছিল। এখন সময় বদলে গেছে। মেলায় এসে দেখলাম, মানুষ উৎসাহের সাথে কর দিচ্ছে। এই উৎসাহ যাতে ভবিষ্যতেও বিদ্যমান থাকে।      মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি মেলা প্রাঙ্গণ ত্যাগকালে সাংবাদিকদের বলেন, নতুন করদাতাদের উদ্বুদ্ধ করে আয়কর মেলা সহায়ক ভূমিকা পালন করছে। তাই ভবিষ্যতে আয়কর মেলার সময় ও পরিধি বাড়ানো হবে।উল্লেখ্য, বর্তমানে রাজধানীসহ বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এবার ৭টি বিভাগ, ৬৪টি উপজেলা ও ৮১টি উপজেলায় বিভিন্ন সময়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে।এসআই/একে/আরআইপি

Advertisement