জ্যান্ত মানুষের উপর গরম পিচের প্রলেপ দিয়ে রাস্তা নির্মাণ করা হলেও কারো নজরে আসেনি বিষয়টি। শুক্রবার লোমহর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের কাত্নি এলাকায় পা পিছলে রাস্তার একটি বড় গর্তের মধ্যে পড়ে যান লাটোরি লাল নামের এক ব্যক্তি। রাস্তা তৈরির সময় কেউ তা খেয়ালই করেননি। পরে ইটের টুকরা ও সিমেন্ট দিয়ে সেই গর্ত ভরাট করা হয়। এ সময় জ্যান্ত চাপা দেওয়া হয় লালকে। তার উপর পিচের প্রলেপ দিয়ে রাস্তাও হয়ে যায়।পুলিশ জানিয়েছে, লাটোরি লাল এবং তার স্ত্রী একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুজনের মনোমালিন্য হওয়ায় স্ত্রীকে রেখে হাঁটতে শুরু করেন লাটোরি। ঘণ্টাখানেক পরে স্ত্রী বাড়িতে ফিরে দেখেন দরজায় তালা ঝুলছে। লাটোরি তখনও ফেরেননি। এরপর টর্চ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে স্বামীকে খুঁজতে বের হন তিনি। এ সময় রাস্তায় পিচ-চাপা অবস্থায় দেখতে পান স্বামীর শার্ট।পুলিশ জানায়, পিচের আড়াল থেকে লাটোরির শার্ট দেখে গ্রামের লোকজনের সন্দেহ হয়। পরে দেখা যায়, এক ব্যক্তি সেখানে চাপা পড়ে আছে। পুলিশের ধারণা, লাটোরি মদ্যপ অবস্থায় থাকার কারণেই নিজেকে সামলাতে না পেরে ওই গর্তে পড়ে গেছেন। প্রশ্ন উঠেছে, এক ব্যক্তি পড়ে যাওয়ার পর তার উপর পিচের প্রলেপ দিয়ে রোলারও চালিয়ে দেওয়া হল, অথচ কারো নজরে পড়ল না! পরে পুলিশের উপস্থিতিতে রাস্তা খুঁড়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন নির্মাণ শ্রমিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।এ ঘটনায় পুলিশ রোলার চালক ও এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে। এছাড়া স্থানীয় প্রশাসন নিহতের স্ত্রীকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। এসআইএস/আরআইপি
Advertisement