জাগো জবস

এক্সিলেন্স বাংলাদেশের ‘সাহসী পথযাত্রা’

নারীদের অংশগ্রহণে ‘সাহসী পথযাত্রা’ শীর্ষক সেমিনার আয়োজন করছেন এক্সিলেন্স বাংলাদেশ।

Advertisement

আয়োজক প্রতিষ্ঠানের প্রধান বেনজির আবরার বলেন, সমসাময়িক সময়ে কর্পোরেটে নারী সিইও, সিএমও, হেড অব এইচআরদের জয়রথ চলছে। আমরা এর মধ্যে বকয়েকজন সফল নারীকে নিয়ে তাদের সংগ্রামের গল্প তারুণ্যকে জানাতে এটার পরিকল্পনা করেছিলাম। এটার এবার সিজন ১, পরবর্তীতে আমরা আরো ব্যাপক ব্যাপ্তি নিয়ে আয়োজনটি প্রতিবছর করবো।

শুক্রবার সকালে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিয়েরোর ফাউন্ডার এবং সিইও সৈয়দ ইয়াসির আলম, সহকারী ম্যানেজম্যান্ট কনসাল্টিং এর সিইও এবং ফিয়েরোর কো-ফাউন্ডার কায়সার হামিদ।

Advertisement

অতিথি হিসেবে থাকবেন ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম (উই) এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা, রেডিও ঢোল এর সিইও সিলভিয়া পারভীন লেনী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর আমেনা হাসান, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিস সদস্য রুমানা হক রিতা, এইচআর প্রফেশনালস আলেয়া পারভীন লীনা, বেস্টসেলার এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা আকলিমা ইয়াসমিন, ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজার ( রিক্রুটমেন্ট) তানিয়া জাহিদ, স্টার সিনেপ্লেক্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তালায়লা নাজনীন, দি বিজনেস স্টান্ডার্ড এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফারহানা রহমান উর্মী, বি পজেটিভ কমিউনিকেশনস এর ফাউন্ডার সেহেলী আজিজ মৌ।

এতে গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে জাগোনিউজ২৪.কম।

এএ

Advertisement