অর্থনীতি

৬ দিনে রাজস্ব আদায় দেড় হাজার কোটি টাকা

আয়কর মেলায় ৬ষ্ঠ দিন পর্যন্ত ঢাকাসহ সারা দেশ থেকে ১ হাজার ৬৪০ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সোমবার রাজধানীর বেইলি রোডে অনুষ্ঠিত আয়কর মেলা শেষে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।সৈয়দ এ মু’মেন জানান, মেলার ৬ষ্ঠ দিন পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ১ লাখ ২২ হাজার ৮৫৫ জন করদাতা তাদের আয়কর বিবরণী দাখিল করেছেন। একই সঙ্গে এই দিন ৬ লাখ ৫০ হাজার ৫৫৯ জন করদাতাকে সেবা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সোমবার ঢাকাসহ সাতটি বিভাগ, ২৪টি জেলা, ৩২টি উপজেলা (২০টি ভ্রাম্যমাণ) উপজেলায় একযোগে আয়কর মেলা হয়েছে।রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী (১৬-২২ সেপ্টেম্বর) আয়কর মেলা চলছে। মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। মঙ্গলবার এ মেলা সমাপ্ত হবে।এর আগে পঞ্চম দিন শেষে আয়কর মেলা থেকে ২৪১ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৮৯ টাকা আয়কর আদায় হয়েছে। এ দিনে ১ লাখ ৮ হাজার ৮৫৯ জন করদাতাকে সেবা দেওয়া হয়েছে। আয়কর রিটার্ন দাখিল করেছেন ২০ হাজার ৯৮৮ জন করদাতা।উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এসআই/একে/পিআর

Advertisement