আফগানিস্তানে আল কায়েদার এক শীর্ষ নেতা মার্কিন ও আফগান সেনাবাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত মাসে এক অভিযানে ওই তালেবান নেতা নিহত হয়।
Advertisement
আসিম ওমার নামের ওই আল কায়েদা নেতা ভারতীয় উপমহাদেশে আল কায়েদার (আকিস) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় নিরাপত্তা অধিদফতর (এনডিএস) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানের একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়।
যৌথবাহিনীর ওই অভিযানে তালেবান নেতা ছাড়াও কমপক্ষে ৪০ বেসামরিক নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবং আল কায়েদার তরফ থেকে আসিম ওমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।
অপরদিকে তালেবানের পক্ষ থেকে এই খবর প্রত্যাখ্যান করা হয়েছে। তালেবানের এক মুখপাত্র বলছেন, এটা শত্রুদের মনগড়া প্রচারণা। ওই অভিযানে শুধুমাত্র বেসামরিকরাই হতাহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
Advertisement
টিটিএন/জেআইএম