দেশজুড়ে

ঢাকা থেকে ছিনতাইকৃত বাস কিশোরগঞ্জে উদ্ধার

চালককে জিম্মি করে ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস ছিনতাই করে পালানোর সময় কিশোরগঞ্জ থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে মিরাজ মিয়া নামে এক ডাকাতকে। সোমবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় স্থানীয়রা বাসটি আটক করে। মিরাজ মিয়ার বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার পানটি বাজার এলাকায়।পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্টো ব-১৪-৩৮০৮) মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে আশুলিয়া, গাজীপুর হয়ে জামালপুর যাচ্ছিল। রোববার রাত ১টার দিকে আশুলিয়া জিরাইন বাজার এলাকায় বাসটি থেমে থাকা অবস্থায় ডাকাতরা বাসে হানা দেয়। ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে বাসের চালক ও স্টাফদের জিম্মি করে হাত-পা বেঁধে বাসের পেছনের সিটে ফেলে রাখে। পরে ডাকাত দল নিজেরা বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা বাসে যাত্রী উঠিয়ে যাত্রীদের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে থাকে। এদিকে, রোববার দুপুর দেড়টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের পুলেরঘাট এলাকায় বাসের ভেতর থেকে এক যাত্রী চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন বাসটি আটক করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও আটক করা হয় মিরাজ নামে এক ডাকাতকে।ছিনতাই হওয়া বাসের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাসের চালক আবুল বাসার, সুপারভাইজার জিহাদ ওরফে শাহীন, হেলপার আ. রহিম ও আতাউর রহমানকে উদ্ধার করে এলাকাবাসী।পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জাগো নিউজকে জানান, ডাকাতরা বাসটি ছিনতাই করে নিজেরাই চালক ও হেলপার সেজে রাস্তা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে যাত্রীদের বাসে তোলেন। এরপরই তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।নূর মোহাম্মদ/এসএস/পিআর

Advertisement