ক্যাম্পাস

আবরারের খুনিদের শাস্তি চান ইবি শিক্ষকরা

আবরারের খুনিদের শাস্তি চান ইবি শিক্ষকরা

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

Advertisement

মঙ্গলবার ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি ও নিন্দা জানিয়েছেন তারা।

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের কাছে ইবি শিক্ষক সমিতি অতিদ্রুত আবরারের খুনিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে সব ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

এছাড়াও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইবি শাখা ছাত্র মৈত্রী। তারাও এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

Advertisement

ফেরদাউসুর রহমান সোহাগ/এমএমজেড/এমকেএইচ