দেশজুড়ে

তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ

প্রবল স্রোতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। সোমবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলাচল শুরু হয়নি। ফের কখন শুরু হবে তা জানাতে পারেনি বিআইডব্লিউটিসি। এদিকে ফেরি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালক-শ্রমিকরা।

Advertisement

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, গত আগস্ট মাস থেকেই কখনো তীব্র স্রোত, কখনো নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও পণ্যবাহী পরিবহনসহ সব ধরনের গাড়ি আটকে আছে। নদীতে নাব্য সঙ্কট ও তীব্র স্রোত থাকায় চলতে পারছে না ফেরিগুলো।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ৪টি রোরোসহ মোট ১৮টি ফেরি রয়েছে। কিন্তু নাব্য সঙ্কট ও তীব্র স্রোতের কারণে মাঝে মাঝেই চলাচল ব্যাহতের পাশাপাশি দীর্ঘ সময় বন্ধও থাকছে ফেরি চলাচল। ফলে দুর্ভোগ পিছু ছাড়ছে না এই নৌরুট ব্যবহারকারীদের।

যশোর থেকে আসা ট্রাকচালক করিম মিয়া জানান, সোমবার রাত থেকে ফেরি বন্ধ। আটকে আছি ঘাটে। নির্ধারিত সময় ঢাকা যেতে পারছি না। এদিকে ঘাটে খাবারের দামও বেশি। সব মিলিয়ে বেশ কষ্টকর হয়ে উঠছে এই রুটে চলাচল।

Advertisement

ইব্রাহিম হোসেন নামে অপর এক ট্রাকচালক বলেন, 'সোমবার বিকেলে এসেও পার হতে পারিনি। আর এখন ফেরি বন্ধ। কখন চালু হবে তাও জানে না কেউ।'

পচনশীল পণ্যবাহী এক ট্রাকশ্রমিক জানান, ঘাটে আটকে থেকে ট্রাকে থাকা সবজি নষ্ট হবার পথে। সেই সঙ্গে ঘাটে দীর্ঘক্ষণ আটকে থাকায় আমাদের খরচও বাড়ছে।’

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, 'নাব্য সঙ্কট ও তীব্র স্রোতের কারণে সোমবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কখন থেকে চলবে তার নির্দেশনা এখনো আসেনি।'

এ কে এম নাসিরুল হক/এমএমজেড/এমকেএইচ

Advertisement