জাতীয়

নামেই শুধু ওয়াচ টাওয়ার!

সম্প্রতি রাজধানীর পশুর হাটগুলোতে ওয়াচ টাওয়ার বসানোর ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। জনগণ ও পশু ব্যবসায়ীদের জানমাল রক্ষায় ও হাটে সার্বক্ষণিক নজরদারি করতে ওয়াচ টাওয়ার বসানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সোমবার রাজধানীর মেরুল বাড্ডা (আফতাব নগর) হাটে গিয়ে চোখেও পড়লো সেই ওয়াচ টাওয়ার। তবে সেই টাওয়ারে ‘ওয়াচ’ করার মতো ছিল না পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। আফতাব নগরের হাটটি পুলিশের বাড্ডা থানা এলাকার আওতায় পড়েছে। বাড্ডা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের নিজেদের মধ্যে সমন্বয় করে ওয়াচ টাওয়ারটি থেকে নজরদারি করার কথা রয়েছে। তবে দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত প্রতিবেদকের উপস্থিতিতে তাদের কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি। অথচ হাটের সার্বক্ষণিক নজরদারি, সন্দেহভাজনদের অনুসরণসহ যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে ওয়াচ টাওয়ার তৈরির নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছিলেন ডিএমপি কমিশনার। অথচ সেই নির্দেশনার কোনো বাস্তবায়ন দেখা যায়নি আফতাব নগরে। এবিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল জলিল জাগো নিউজকে বলেন, ‘আফতাব নগর পশুর হাটের পুরো এলাকাটি বাড্ডা থানার আওতাভুক্ত। পুলিশের কন্ট্রোল রুমের পাশাপাশি সেখান থেকে হাটের উপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পুলিশ ফাঁড়ি নিজেদের শিফটিং ডিউটি করে ওয়াচ টাওয়ারে নজরদারি করছে।’ তবে ওসির কথার সঙ্গে মিললো না ওয়াচ টাওয়ারের চিত্র। বাশের তৈরি টাওয়ারটিতে কোরবানির চামড়া দান করার ব্যানারসহ ডিএমপির সচেতনতামূলক ব্যানার ছাড়া কিছুই চোখে পড়েনি। তবে কন্ট্রোল রুমে পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ দেখা গেছে। পাশাপাশি বেশ কয়েকটি মোবাইল টিমকে হাটে টহল দিতেও দেখা গেছে। এআর/এসকেডি/আরআইপি

Advertisement