কাশ্মীর সহিংসতা সমাধানে ভিয়েনায় আলোচনা সভার আয়োজন করে অস্ট্রিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরেশিয়া হিউম্যান রাইটস। ইউরেশিয়া হিউম্যান রাইটস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটির প্রফেসর ড. ইজ্জাত আওয়াদ।
Advertisement
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনাদ কুসুর, গাবাল জিকরি, আরিফ সেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মাহেরুল হক শামীম, হাবিবুর রহমান, মহিউদ্দিন আহমেদ, আনডি আহমেদ, এফ আর সামাদী, আকরাম বাউজা, মুরাদুল আলম, রবিউল আলম, রাসেল শিকদার, সায়েদুর রহমান বকুল প্রমুখ।
অনুষ্ঠানে এশিয়ান, আরব, আফ্রিকান কমিউনিটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অনতিবিলম্বে কাশ্মীর বিষয়ে সমাধানের জন্য আন্তর্জাতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
এমআরএম
Advertisement