তথ্যপ্রযুক্তি

বিশ্বব্যাপী স্কাইপ সেবা বিঘ্নিত

ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল করার জনপ্রিয় মাধ্যম স্কাইপ-এ কিছু সমস্যার কারণে অনেকেই এখন সেবাটি নিতে পারছেন না। এর মালিক মাইক্রোসফট তাদের এক বিবৃতিতে বলেছে স্ট্যাটাস সেটিংস-এ কিছু সমস্যা তারা ধরতে পেরেছে।সে কারণেই কেউ অনলাইনে থাকলেও তাকে অফলাইন দেখাচ্ছে। এই কারণে অনেকে ইন্টারনেট সংযোগের মধ্যে থাকলেও কোনো কল করতে পারছেন না।যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার সকাল নয়টা থেকে স্কাইপ সংযোগে বিঘ্ন দেখা দেয়। এছাড়া অস্টেলিয়া, জাপান থেকেও একই সমস্যার কথা জানানো হয়েছে। এশিয়াতেও একই সমস্য দেখা গেছে।স্কাইপ এর কর্মকর্তারা বিষটি নিয়ে টুইটারে জানিয়েছে সমস্যাটি দ্রুত সমাধানে কাজ করছে তারা। একই সাথে তারা দুঃখ প্রকাশ করেছেন স্কাইপ ব্যবহারকারীদের কাছে।স্কাইপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের জানিয়েছে, ‘আপনাদের মধ্যে কেউ কেউ সংযোগ জটিলকার শিকার হতে পারেন এবং আপনাদের অনলাইন নাও দেখাতে পারে। স্কাইপের স্ট্যাটাস সেটিংয়ে একটি জটিলতা চিহ্নিত করেছি আমরা। ভুক্তভোগীরা তাদের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন না। তাদের কনট্যাক্ট লিস্টের সবাইকে অফলাইন দেখাবে এবং স্কাইপের মাধ্যমে কল করা যাবে না।’তবে স্কাইপির ইনস্ট্যান্ট মেসেজিং সেবা কাজ করছে। সংযোগ জটিলকার শিকার হয়নি ‘স্কাইপ ফর ওয়েব’-ও। তবে এখনও বেটা পর্যায়ে থাকায় স্কাইপের এই সংস্করণটির ব্যবহারকারীর সংখ্যা নেহাতই কম।এসএইচএস/পিআর

Advertisement