বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন-ক্যাডারে বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) মন্ত্রণালয়: পরিকল্পনা মন্ত্রণালয়পদ ও পদ সংখ্যা: সিনিয়র সিস্টেম এনালিস্ট-০১ জন, সিনিয়র প্রোগ্রামার-০১ জন, প্রোগ্রামার-০১ জন ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার-০১ জন। মন্ত্রণালয়: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়পদ ও পদ সংখ্যা: মাস্টার ফিশারম্যান-০১ জন। মন্ত্রণালয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়পদ ও পদ সংখ্যা: সহকারী পরিচালক-০৩ জন ও সাব-অ্যাসিসটেন্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার-০২ জন।মন্ত্রণালয়: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়পদ ও পদ সংখ্যা: লাইব্রেরিয়ান-২৭ জন ও অ্যাস্টিমেটর-০১ জন। মন্ত্রণালয়: তথ্য মন্ত্রণালয়পদ ও পদ সংখ্যা: উপ-সহকারী প্রকৌশলী-০২ জন।মন্ত্রণালয়: বস্ত্র ও পাট মন্ত্রণালয়পদ ও পদ সংখ্যা: মুখ্য পরিদর্শক-০৭ জন।শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/বিপিএসসি`র বিধি মোতাবেক।বেতন: সর্বোচ্চ পদের বেতন স্কেল ২৫,৭৫০-৩৩,৭৫০ টাকা। বয়স: ২২-৪০ বছর।বিস্তারিত: কর্ম কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন। পরীক্ষা পদ্ধতি: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০১৫, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।সূত্র: বিপিএসসি’র ওয়েবসাইট, ২১ সেপ্টেম্বর ২০১৫# বিডিজি-মাগুরা গ্রুপের ১১ পদে চাকরি# আল-মানার হাসপাতালে চাকরি# জনবল নেবে কাজী ফার্মস# দেড় শতাধিক জনবল নেবে ডিপিডিসি# ৩ শতাধিক জনবল নেবে পূবালী ব্যাংকএসইউ/পিআর
Advertisement