কুড়িগ্রাম জেলার এক হাজার ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছে।ঘোষিত ৮ম পে-স্কেলে সহকারী প্রাথমিক শিক্ষকদের ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নিতকরণ, নিয়োগ বিধি সংশোধন, শতভাগ বিভাগীয় পদন্নতির সুযোগ প্রদানসহ ১১দফা দাবিতে তারা এ কর্ম বিরতি পালন করছে।সোমবার ৩য় দিনের মতো কর্ম বিরতি থাকায় এ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষক নেতা সাইফুল ইসলাম, সায়েম আনছারি, আরিফুর রহমান রুবেল, তৌহিদুজ্জামান তুহিন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।এমএএস/পিআর
Advertisement