জোকস

আজকের জোকস : স্বামীর পরকীয়া ধরে ফেলল স্ত্রী

স্বামীর পরকীয়া ধরে ফেলল স্ত্রীস্ত্রী নতুন সিম কিনে তার স্বামীকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিলো। স্বামী তখন বেডরুমে বসা ছিল। তাই স্ত্রী রান্নাঘরে গিয়ে স্বামীকে নতুন নম্বর থেকে কল দিলো- স্ত্রী: হ্যালো, জানু। স্বামী: ডার্লিং, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। ইঁদুরমুখো মহিলাটা এখন রান্নাঘরে। যে কোন সময় এসে পড়বে।

Advertisement

****

এক মেহমানের জন্য তিনটি বিছানাবাবলুর ছেলে মেহমানের জন্য দুইটা বিছানা তৈরি করছিল। বাবলু: ব্যাটা, দুইটা বিছানা কেন? ছেলে: দুই জন মেহমান আসছে।বাবলু: কে কে? ছেলে: একজন আমার মামা আর একজন আম্মুর ভাই। বাবলু: তাহলে আরেকটা বিছানা বানা, আমার শালাও তাহলে আসতেছে।

****

Advertisement

পা দেখে নাম জানা যায়জীব বিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায়- পরীক্ষক: এই চিত্র থেকে শুধু পা দেখে পাখিটির নাম বল? পরীক্ষার্থী: আমি জানি না। পরীক্ষক: তুমি ফেল, তোমার নাম কী? পরীক্ষার্থী: আমার পা দেখে আমার নাম জেনে নেন!

এসইউ/এমকেএইচ