দেশজুড়ে

১০ টাকা কেজির তিনশ বস্তা সরকারি চাল জব্দ

হবিগঞ্জের লাখাইয়ে ১০ টাকা কেজি দরের তিনশ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীনা আক্তার রোববার পৃথক দুই স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন। সরকারি চাল অবৈধভাবে মজুত রাখায় ডিলার আতাউর রহমান এবং আবুল ফজলের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।

Advertisement

ইউএনও শাহীনা আক্তার জানান, উপজেলার বুল্লা বাজারের ডিলার আতাউর রহমান ২৩২ বস্তা এবং তেঘরিয়া বাজারের ডিলার আবুল ফজল ৬৮ বস্তা ১০ টাকা কেজি দরের সরকারি চাল নিজেদের গুদামে মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশের সহায়তায় গুদামগুলোতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

তিনি আরও বলেন, এসব চালের মেয়াদ ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেই সময়ের মধ্যে বিক্রি না হলে তা সরকারি গুদামে ফেরত দেয়ার কথা। কিন্তু ডিলাররা সেগুলো জমা না দিয়ে নিজেদের হেফাজতে মজুত করে রেখেছিলেন। এ ব্যাপারে খাদ্য অধিদফতরকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই প্রতিবেদন পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএমজেড/এমকেএইচ

Advertisement