আন্তর্জাতিক

কাশ্মীরি নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি

প্রায় দু'মাস ধরে গৃহবন্দি থাকার পর অবশেষে কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা-কর্মীরা। নিজের দলে কর্মীদের সঙ্গেও এতদিন ধরে ওই নেতাদের দেখা করার কোনো অনুমতি দেয়া হয়নি।

Advertisement

ন্যাশনাল কনফারেন্সের ১৫ সদস্যের একটি দলকে ফারুখ আবদুল্লাহ এবং ওমর আবদুল্লার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। এই ২ রাজনৈতিক নেতা সম্পর্কে বাবা-ছেলে।

গত ৫ আগস্ট কাশ্মীরের ওপর থেকে ভারত ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয়ার পরদিন থেকেই তাদের গৃহবন্দি করে রাখা হয়। শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, গৃহবন্দি রাজনৈতিক নেতাদের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে।

ন্যাশনাল কনফারেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, রোববার সকালে ফারুখ ও ওমরের সঙ্গে দেখা করতে জম্মু থেকে কাশ্মীরে রওনা দেবেন দলীয় নেতাদের এক প্রতিনিধিদল। প্রশাসনের তরফ থেকে সাক্ষাতের অনুমতি মিলেছে বলে জানিয়েছেন তারা।

Advertisement

গত ২ মাস ধরে পৃথক জায়গায় গৃহবন্দি রয়েছেন ওমর আবদুল্লাহ ও ফারুখ আবদুল্লাহ। শ্রীনগরে নিজের বাড়িতে গৃহবন্দি রয়েছেন ফারুখ আবদুল্লাহ। অপরদিকে, সরকারি হরি নিবাসে গৃহবন্দি রয়েছেন ওমর আবদুল্লাহ।

টিটিএন/এমকেএইচ