আন্তর্জাতিক

৯ দিন সুড়ঙ্গে আটকা তিন শ্রমিক (ভিডিও)

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর এলাকায় পাহাড়ে খোঁড়া সুড়ঙ্গ ধসে তিন শ্রমিক ৯দিন ধরে আটকা পড়েছেন। হিমাচল প্রদেশের সিমলা শহর থেকে এক শ` কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর বিলাসপুর এলাকায় পাহাড়ি সড়ক নির্মাণের জন্য ১২০০ মিটার লম্বা একটি সুড়ঙ্গে অন্তত শতাধিক শ্রমিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ ওই সুড়ঙ্গটিতে ধস শুরু হয়। এ ঘটনায় সুড়ঙ্গের মুখ মাটি দিয়ে বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গের ভেতরে থাকা বেশির ভাগ শ্রমিক বের হয়ে আসতে পারলেও তিনজন শ্রমিক আটকা পড়েন।এ ঘটনার পর প্রদেশের কর্মকর্তারা উদ্ধারকাজ শুরু করেছেন। এর আগে গত সপ্তাহে পাইপের সাহায্যে সুড়ঙ্গে সিসিটিভি`র ভিডিও ক্যামেরা প্রবেশ করানো হয়। এরপরই স্থানীয় কর্মকর্তারা জানান, সুড়ঙ্গটির ভেতরে তিন জন শ্রমিক আটকা পড়েছেন। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিক সতীশ কুমার ভিডিও ক্যামেরার মাধ্যমে বলেন, আমরা আর সাত দিন বেঁচে থাকতে পারবো। দয়া করে আমাদের উদ্ধার করুন।এদিকে, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের জন্য বিশুদ্ধ পানি, বাদাম ও গ্লুকোজ বিস্কুট পাইপে করে দেয়া হচ্ছে।দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা জয়দীপ সিং বলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা সুড়ঙ্গে ঢুকতে পারবো।এসআইএস/পিআর

Advertisement