তথ্যপ্রযুক্তি

আসছে কম দামের আইফোন!

মানের দামি কিছু। এমনই ধারণা সবার। তবে এই ধারণা থেকে বেরিয়ে আসছে অ্যাপল।

Advertisement

আসছে কম দামের আইফোন এসই-টু। আগামী বছর মার্চের আগেই বাজারে আসবে এই ফোন।

আইফোন এসই-টু থেকে ফেস আইডি এর মতো প্রিমিয়াম ফিচার বাদ যাবে। পরিবর্তে এই ফোনে থাকবে পুরনো টাচ আইডি। ফেস আইডি না থাকার কারণে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না।

আইফোন এসই ফোনে একটি ৪ ইঞ্চি ডিসপ্লে ছিল। তবে আইফোন এসই-টু ফোনে থাকতে পারে তুলনামূলক বড় ৪.৭ ইঞ্চি এলইডি ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের নিচে হোম বাটনে টাচ আইডি থাকবে।

Advertisement

যদিও হার্ডওয়্যারের দিক থেকে আইফোন এসই-টু ফোনে কোন ছাড় দিবে না অ্যাপল। এই ফোনে থাকবে লেটেস্ট A13 Bionic চিপ। সেপ্টেম্বরে উন্মুক্ত হওয়া আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে।

এখন যেসব গ্রাহক আইফোন সিক্স এবং আইফোন সিক্সএস ব্যবহার করেন তাদের কথা মাথায় রেখে আইফোন এসই-টু বাজারে আসবে।

অ্যাপল মনে করছে, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩-৪ কোটি আইফোন এসই-টু বিক্রি হবে।

এএ

Advertisement