পোপ ফ্রান্সিস কিউবার সমাজতান্ত্রিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার হাভানায় কাস্ত্রোর বাসভবনে তারা এ সাক্ষাৎ করেন। খবর আল জাজিরা। ল্যাটিন আমেরিকার দেশটিতে কোনো পোপের এটিই প্রথম সফর। হাভানায় নিজ বাসভবনে পোপ ফ্রান্সিস সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রোর দীর্ঘ ৪০ মিনিট ব্যাপী বৈঠক করেন।বৈঠকে আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে তারা আলোচনা করেন। ভ্যাটিকান মুখপাত্র ফাদার ফেডরিকো লোম্বার্ডি জানান, এসময় কাস্ত্রোর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরাও পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।এর আগে রোববার কিউবার রাজধানী হাভানায় অন্তত তিন লাখ মানুষের উপস্থিতিতে সমাবেশে অংশ নেন পোপ ফ্রান্সিস। তিনি মঙ্গলবার পর্যন্ত কিউবায় অবস্থান করবেন। পরে ওইদিনই যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে তার।যুক্তরাষ্ট্র সফরকালে পোপ মার্কিন কংগ্রেস এবং আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।এসআইএস/এমএস
Advertisement