পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত বিকল্প কোনো রাস্তা না থাকায় এ সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলে যানজটের সৃষ্টি হয়। আর এ যানজট নিরসনে পুলিশ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাজ করবে।সোমবার দুুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা মোড়ে মহাসড়কের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, ঈদে মানুষ যাতে চাঁদামুক্তভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারে, রাস্তায় যেন মানুষ কষ্ট না পায় সেজন্য আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করছি। ঈদের যানজটের বিষয়টি মাথায় রেখে টাঙ্গাইলকে তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে। পালাক্রমে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, গাজীপুরে রাস্তায় যানজট নিরসনে এক হাজার পুলিশ সদস্যের সঙ্গে আরো দুই হাজার আনসার ও কমিউনিটি পুলিশ দায়িত্ব পালন করছে। ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মহাসড়কের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করবে পুলিশ।এ সময় অন্যান্যের মধ্যে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের এসপি মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান, মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াৎ হোসেন, কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক, গাজীপুর বিশেষ শাখার ডিআই-২ ইনসপেক্টর মো. মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।আমিনুল ইসলাম/এসএস/পিআর
Advertisement