গত কয়েক দিন পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Advertisement
এদিকে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল। সময় বেশি লাগায় এবং ৪টি ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা।
শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধির কারণে জেলার ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পাশাপাশি তলিয়ে গেছে রাস্তা-ঘাটসহ বিস্তৃর্ণ এলাকার ফসলি জমি। বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সঙ্গে তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে দৌলতদিয়াসহ জেলার বিভিন্নস্থানে।
Advertisement
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বর্তমানে ১৬টি ফেরির মধ্যে ১২টি চলাচল করছে। তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। এছাড়া ৬টি ঘাটের মধ্যে ৩টি পুরোপুরি ও ১টি আংশিক সচল রয়েছে। ভাঙন ঝুঁকিতে থাকায় ১ ও ২ নম্বর ঘাটে কাজ চলায় বন্ধ রয়েছে।
রুবেলুর রহমান/এমএমজেড/এমএস