বণিক বার্তার সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) জাহাঙ্গীর আলমের (৩৮) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার জন্মভূমি মেহেরপুর গাংনী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে হাজারো প্রতিবাদী মানুষ গাংনী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে অংশ নেন। বিশিষ্ট সমাজ সেবক বশির আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সমাজসেবক হাজী মো. মহাসিন আলী ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম। ১৫ সেপ্টেম্বর সকালে কর্মস্থল থেকে কাওছার ঢাকার বাড্ডা এলাকায় যান। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। গভীর রাত পর্যন্ত তিনি বাসায় না ফিরলে পরিবারের পক্ষ থেকে অফিসের মাধ্যমে থানায় অবহিত করা হয়। ঘটনার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। শুক্রবার সকালে খিলক্ষেত এলাকার নামাপাড়ার এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় প্যাডির ভাড়া করা কক্ষ থেকে একটি স্যুটকেসের মধ্যে জাহাঙ্গীরের আলম কাওছারের গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্যাডিসহ চারজনকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ।এমজেড/এমএস
Advertisement