সিডিউল অনুযায়ী গতকাল রোববার হজ ফ্লাইট শেষ হয়ে গেলেও টিকিট সমস্যায় যেতে পারেননি ৬ শতাধিক হজযাত্রী। আজ (সোমবার) যেতে না পারলে হজ পালন অনিশ্চিত হয়ে পড়বে তাদের। আটকা পড়া এসব হজযাত্রীদের কপালে কি আছে তা তারা নিজেরাও জানেন না। তাদের ভিসা হয়েছে কিন্তু টিকিট না হওয়ায় হজ পালনে সৌদি আরবে যাওয়া এ অনিশ্চিতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ঠ এজেন্ট মালিকদের কাছ থেকেও কোন আশ্বাস না পেয়ে চরম হতাশায় হজ ক্যাম্পে দিনাতিপাত করছেন আটকেপড়া এসব হজযাত্রী।আটকে পড়া হজযাত্রীদের একজন গাইবান্ধার শাজাহান আলী। ফারুক ট্রাভেলসের মাধ্যমে হজে যাওয়ার জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফারুক ট্রাভেলসের মালিক ফারুক আহমেদ গত বুধবার তাকে ফ্লাইটের কথা বলে হজ ক্যাম্পে নিয়ে আসেন। এরপর ফ্লাইটের আর কোন খবর নেই। শাজাহান আলী জাগো নিউজকে বলেন, গত সাপ্তাহ থেকে আজ কাল করতে করতে সিডিউল ফ্লাইট শেষ হয়ে গেল, অথচ আমাদের ১০ জনকে ফ্লাইট দিতে পারেননি ফারুক আহমেদ।তবে এজেন্সির মালিকরা বলছেন- তারা ইচ্ছে করে এমনটি করছেন না। ফারুক ট্রাভেলসের মালিক ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা বিমান ভাড়া, সৌদি আরবে বাসা ভাড়াসহ আনুষঙ্গিক খরচের টাকা হাব অফিসে জমা দিয়েও টিকেট মিলছে না। এ কারণে হজযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।এ ব্যাপারে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শেখ আবদুল্লাহ বলেন, ‘যাদের ভিসা হয়েছে কিন্তু এখনো টিকিট হয়নি তাদের টিকিদের জন্য কাজ করছি। আজকের (সোমবার) মধ্যে তারা যেতে পারবেন।’এদিকে আজ (সোমবার) বাংলাদেশ বিমানের দু’টি ফ্লাইট আছে। আর এ দু’টিই বাংলাদেশ থেকে যাওয়া শেষ ফ্লাইট। বিকেল ৪টায় একটি এবং অপরটি ৪টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।আরএম/আরএস/এমএস
Advertisement