জাগো জবস

জনবল নেবে কাজী ফার্মস

জনবল নেবে কাজী ফার্মস

বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষিশিল্প প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেডে কিছুসংখ্যক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস লিমিটেডপদের নাম: ল্যান্ড অফিসার/এক্সিকিউটিভশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতকঅভিজ্ঞতা: ৫ বছর।পদের নাম: সিকিউরিটি অফিসারশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানঅভিজ্ঞতা: ১-২ বছর।কর্মস্থল: দেশের যেকোনো স্থান।বেতন: আলোচনা সাপেক্ষে।আবেদনের ঠিকানা: মানব সম্পদ বিভাগ, কাজী ফার্মস লিমিটেড, বাড়ি-৩৫, রোড-২, ধানমন্ডি, ঢাকা-১২০৫ অথবা jobs@kazifarms.com ঠিকানায় ই-মেইল করতে হবে।আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০১৫সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২১ সেপ্টেম্বর ২০১৫ # দেড় শতাধিক জনবল নেবে ডিপিডিসি# ৩ শতাধিক জনবল নেবে পূবালী ব্যাংক# শিক্ষক নেবে খুলনা বিশ্ববিদ্যালয়# বিশ্ব ব্যাংকে চাকরির সুযোগ# জনবল নেবে বিএসএইচএলএসইউ/এমএস

Advertisement