চট্টগ্রাম আবাহনী আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে প্রথমে ভারতের তিনটি দল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের অংশগ্রহণের কথা বলেছিলো আয়োজকরা। ভারত থেকে তিনটির পরিবর্তে আসছে দুটি দল। সেই দুই দলের মধ্যে নেই ইস্টবেঙ্গল ও মোহামেডান। মোহনবাগানের সঙ্গে চট্টগ্রামের এ টুর্নামেন্ট খেলতে আসছে চেন্নাই এফসি।
Advertisement
আগামী ১৯ থেকে ৩০ অক্টোবর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হবে শেখ কামালের নামের এই টুর্নামেন্টের তৃতীয় আসর। বাংলাদেশের তিনটি, ভারতের দুটি এবং মালদ্বীপ, মালয়েশিয়া ও লাওসের একটি করে দল খেলবে এই টুর্নামেন্টে। কলকাতা মোহামেডান শেষ মুহুর্তে বাদ পড়েছে লাওসের ইয়াং এলিফ্যান্ট ক্লাবকে নিতে গিয়ে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে আয়োজকরা চেষ্টা চালাচ্ছিল আসিয়ানের থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে দল আনার। শেষ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ক্লাব পেয়েছে আয়োজকরা, তাও একটা নয়, দুটি। মালয়েশিয়া সুপার লিগের দল তেরেঙ্গানা এফসি ও লাওসের ইয়াং এলিফ্যান্ট এফসি।
টুর্নামেন্টের ৮ দলবাংলাদেশ : বসুন্ধরা কিংস, আবাহনী ও চট্টগ্রাম আবাহনী।ভারত : মোহনবাগান ও চেন্নাই এফসি।মালদ্বীপ : টিসি স্পোর্টস ক্লাব।মালয়েশিয়া : তেরেঙ্গানা এফসি।লাওস : ইয়াং এলিফ্যান্ট এফসি।
Advertisement
আরআই/আইএইচএস/জেআইএম