খেলাধুলা

পছন্দের তালিকায় শীর্ষে মাশরাফি

একের পর এক জয় এনে দিয়ে দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের টাইগাররা। ক্রিকেট দুনিয়ায় নিজেদের নির্ভরশীল দলে পরিণত করেছে মাশরাফি-সাকিররা। আর বাংলাদেশের এই দুর্দান্ত ধারাবাহিক সাফল্যের পেছনে অন্যতম অবদান মাশরাফি বিন মুর্তজার সহজাত ও উদ্ভাবনী অধিনায়কত্বের। তাই বিপিএলের তৃতীয় আসরে অধিনায়ক হিসেবে ফ্রাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকায় শীর্ষে  রয়েছেন টাইগারদের ওয়ানডে এই অধিনায়ক।নতুন আসরের ৬টি দলের মালিকদের কথাবার্তায়ও পাওয়া যাচ্ছে তেমনটাই আভাস। মাশরাফির আগের দল ঢাকা গ্লাডিয়েটর্স ও এবারের আসরে সিলেটের মালিকানা পাওয়া আলিফ গ্রুপও জানিয়েছে অধিনায়ক হিসেবে মাশরাফিই তাদের প্রথম পছন্দ। কুমিল্লার ফ্রাঞ্চাইজির নাফিসা কামাল এরই মাঝে জানিয়েছেন কুমিল্লা দলের অধিনায়ক হিসেবে মাশরাফিকে পেতে চান তারা।এছাড়া এবারের বিপিএলে বরিশাল বিভাগের ফ্রাঞ্চাইজি কিনে নেওয়া এক্সিয়ম টেকনোলজি’র কর্ণধার ও সাবেক ক্রিকেটার রিজওয়ান বিন ফারুক জানিয়েছেন, `মাশরাফিকে ক্যাপ্টেন হিসেবে চাই। সুলতান্স অফ সিলেটে সে ক্যাপ্টেন ছিল। তবে তাকে যদি নাও পাই, তবে হতাশ হওয়ার কিছু নেই।`তাই অধিনায়ক মাশরাফিকে পাওয়ার লড়াইটা যে বেশ জমে উঠেছে তা বলাই যায়। তবে শেষ পর্যন্ত হয়তো ভাগ্যের হাতেই ছেড়ে দিতে হবে মাশরাফিকে পাওয়ার সম্ভাবনা। কারণ বিপিএলে এবার নিলামের পরিবর্তে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ সিস্টেম বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।এমআর

Advertisement