যশোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের আঞ্চলিক কমান্ডার তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে (২২) আটক করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের পুরাতন কসবা এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হিজবুত তাহরীরের লিফলেট, বইসহ বিভিন্ন প্রকাশনা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ও হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিজিও ফুটেজ রয়েছে। আটক তানজীব শহরের পুরাতন কসবা শহীদ মশিউর রহমান সড়কের আব্দুল আজিজের ছেলে ও সরকারি সিটি কলেজের অনার্সের ছাত্র। সোমবার বেলা সাড়ে ১১ টায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রেস ব্রিফিং করে জঙ্গি আটকের বিষয়টি জানান। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গত ৪ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের পর সারা দেশেই এর ওপর বিশেষ নজরদারি শুরু হয়। এরপর পুলিশ হেডকোয়ার্টারের কারিগরী সহযোগিতায় জঙ্গি সদস্য তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় একটি ল্যাপটপসহ বিপুল পরিমাণ লিফলেট, কাগজপত্র জব্দ করা হয়। পুলিশ সুপার আনিসুর রহমান আরো জানান, তানজীবের বাবা আব্দুল আজিজ মিশরে থাকেন। তার পাঠানো এই ল্যাপটপে হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিডিও ফুটেজ ছাড়াও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসর বিভিন্ন ভিডিও বার্তা রয়েছে। এই পুরো পরিবারটিই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তানজীবের বোন ও ভগ্নিপতিও এই সংগঠনের সদস্য। এছাড়া যশোরের ধর্মতলা মোড়ের ছুটিপুর সড়কের আব্দুস সালামের ছেলে রায়হানও (২২) হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত। প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ প্রমুখ। মিলন রহমান/এসএস/এমএস
Advertisement