অর্থনীতি

সূচকের ওঠানামায় চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। ঢাকার বাজারে লেনদেন শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও পরে সূচকের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।সোমবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় দুপুর সাড়ে ১২টায় ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করছে। শরীয়া সূচক ডিএসইএস দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫৩ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৮টির দাম বেড়েছে, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট কমে ৯ হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৬৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৯৮ পয়েন্টে এবং শরীয়া সূচক সিএসআই ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি ৯৫ লাখ টাকা।এসআই/এআরএস/এমএস

Advertisement