দেশজুড়ে

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় যুবকের কারাদণ্ড

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার দায়ে মিজানুর রহমান রাব্বি (২০) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে বরিশালের সাইবার ট্রাইব্যুনাল আদালত। সোমবার দুপুর ১২টার দিকে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক রাব্বির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।রাব্বি নগরীর আলেকান্দা গাজীবাড়ি এলাকার মো. কবির হোসেনের ছেলে।সাইবার ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. ফারুক হোসেন মামলার নথির বরাত দিয়ে জানান, রাব্বি খান সড়ক এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে তালবাহানা শুরু করে এবং হেনস্থা করার পরিকল্পনা করতে থাকে। পরিকল্পনা মতো ২০১৩ সালের ১৬ নভেম্বর মেয়েটিকে নগরীর কাজী পাড়া বন্ধু শুভর বাসায় ডেকে নেয় রাব্বি। এরপর সেখানে মেয়েটিকে ধর্ষণ করে এবং এর ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ।এ ঘটনার ৫ দিন পর ২১ নভেম্বর মেয়ের পরিবার থানায় মামলা করে। একই বছরের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রাব্বিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এদিকে, ১০ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।সাইফ আমীন/এসএস/পিআর

Advertisement